কাকরাইলে এসএ পরিবহন ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১৮৩৮ বার পড়া হয়েছে
রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন ভবন ও চত্বরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় বেশ কয়েকটি গাড়ীও পুড়ে যায়।
চারতলা ভবনটির নিচতলায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার পর বিস্ফোরণ ঘটে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায় কর্মীরা। পরে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মকর্তা লিমা খানম জানান, খবর পেয়ে সকাল সোয়া ১০টায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে একে একে ১০টি ইউনিট কাজ কর। সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।