দেশ বাঁচাতে সরকারকে সরাতেই হবে : ফখরুল

- আপডেট সময় : ১২:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বাঁচাতে সরকারকে সরাতেই হবে। এর কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দুর্নীতির নতুন নাম বলেও অভিযোগ করেন তিনি। দেশ বিদেশে প্রত্যাখ্যাত আওয়ামী লীগ নেতারা এখন পাগলের মতো প্রলাক বকছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
চট্টগ্রাম অভিমুখী বিএনপির রোডমার্চের কুমিল্লার বুড়িচংয়ের পথসভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপার্সন জেলের বাইরে থাকলে সরকারের অস্তিত্ব টিকবে না বলে তাকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। কুমিল্লা থেকে সকালে শুরু হওয়া এই রোডমার্চ ফেনী হয়ে চট্টগ্রামের মিরেরসরাইয়ের সমাবেশে যোগ দেবেন মহাসচিবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। চট্টগ্রামের মিরসরাই হয়ে বিকেল ৩টায় কাজীর দেউরী মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর কথা। এরপর দলীয় কার্যালয় সংলগ্ন নেভাল মোড়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। চট্টগ্রামের লাভলেইন ও সিটি গেইট এলাকায় সকাল থেকেই ভিড় করতে শুরু করেছেন নেতাকর্মীরা।ব্যানারে ফেস্টুনে ঢেকে ফেলা হয়েছে পুরো নগরীকে। পুর্বঘোষিত এই কর্মসুচী সফল করতে কয়েকদিন ধরেই প্রস্তুতি নিয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।