চট্টগ্রামের এক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০টি ঘর পুড়ে ছাই
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ১৮৮০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বায়েজিদে আমিন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও চন্দরপুরা থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ওই কলোনির প্রায় ৬০টি ঘর পুড়ে গেছে বলে জানান তিনি।

















