হবিগঞ্জে জমির সীমানা নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২ , আহত ১০
- আপডেট সময় : ০১:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ২০৩৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জে জমির সীমানা নির্ধারণ নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে উভয় পক্ষের ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ১০ জন।
গতকাল রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—বাহুবল উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী এবং তার অনুসারি উস্তার মিয়া। পুলিশ জানায়, জায়গার সীমানা নির্ধারণ নিয়ে স্থানীয় ফারুক মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের ইউসুফদের বিরোধ চলছিল। এরই জেরে রাতে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহত ইউসুফ মিয়া, উস্তার মিয়াসহ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফ ও উস্তারকে মৃত ঘোষণা করেন। বাকিদের সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে দু’পক্ষ ৬টি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থালে যায়।
















