নেদারল্যান্ডসের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গুলিতে প্রাণ হারালেন ৩ জন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:৩৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
 - / ১৯৮৯ বার পড়া হয়েছে
 
নেদারল্যান্ডসের রটেরডাম শহরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গুলিতে প্রাণ হারালেন ৩ জন। সন্দেহভাজন অস্ত্রধারীকে আটকের পর পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ওই অস্ত্রধারী এক বাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৩৯ বছরের এক নারী এবং তার ১৪ বছরের কন্যাকে হত্যা করে। এরপরই স্থানীয় এক মেডিকেল সেন্টারে হামলা চালিয়ে ৪৩ বছরের এক অধ্যাপককে হত্যা করে। আততায়ীর মোটিভ এখনও জানায়নি পুলিশ। তবে ঘটনাকে শকিং আখ্যা দিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট।
																			
																		














