আল্টিমেটামের ৩৬ দিনে বিএনপিকে রাস্তায় দাঁড়াতে দেবে না আ’লীগ : কাদের
- আপডেট সময় : ১০:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আল্টিমেটামের ৩৬ দিনে বিএনপিকে রাস্তায় দাঁড়াতে দেবে না আওয়ামী লীগ। তিনি বলেন, এ বছরের অক্টোবর নয়, আগামী বছরের অক্টোবরেও কিছুই করতে পারবে না বিএনপি৷ জগাখিচুরি ঐক্য দিয়ে শেখ হাসিনাকে হটানো যাবে না। বিকেলে টঙ্গীতে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতঁ এবং উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।
দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গী সফিউদ্দিন সরকারি একাডেমী স্কুল এন্ড কলেজ মাঠের শান্তি সমাবেশের আয়োজন করে গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
দুপুর থেকে গাজীপুরের বিভিন্ন থানা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে। নির্ধারিত সময়ের আগে ব্যানার ফেস্টুন হাতে নেতাকর্মীদের পদচরনায় কানায় কানায় পুর্ন হয়ে যায় পুরো মাঠ। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে বিএনপির কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারন সম্পাদক বলেন, পুরো অক্টোবর মাস খেলা হবে বিএনপির সন্ত্রাস, লুটপাট ও তারেকের বিরুদ্ধে। দেশ রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই বলে জানান তিনি। বাংলাদেশের অভ্যন্তরিক বিষয় নিয়ে মাথা না ঘামাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।















