নাটোরের টিনের ঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধুর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৯৮ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে টিনের ঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন ২ জন।
গতরাতে উপজেলার দুরদুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক ছাব্বির আহমেদ জানান, ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং এলাকাবাসী আগুন নিভাতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় শিশুসহ দুইজনকে উদ্ধার এবং একজনের মরদেহ উদ্ধার করে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।