চুরি করা টাকা আন্দোলনে খরচ করছে বিএনপি : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৫৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চুরি করা টাকা আন্দোলনে খরচ করছে বিএনপি। তিনি বলেন, ক্ষমতার মধু খেতে পারছে না বলেই দেশে কোনো উন্নয়ন হয়নি বলে সমালোচনা করছে দলটি।
নিউইয়র্কে হোটেল ম্যারিয়টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের নাগরিকদের সংবর্ধনায় এসব কথা বলেন শেখ হাসিনা। দুর্নীতি ছাড়া বিএনপি দেশকে কিছুই দিতে পারেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে নির্বাচন হোক, এটাই এখন চায় না তারা। শেখ হাসিনা বলেন, বিএনপি দেশবিরোধী মিথ্যা-অপপ্রচার ছড়িয়ে বেড়াচ্ছে, চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করা উচিত। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক জোরদার করার আহবান জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিদেশিরদের কাছে অভিযোগ করেই একটা গোষ্ঠী দেশের ভাবমূর্তি নষ্ট করে।