বিএনপি-জামাত চক্রের নাশকতা ঠেকাতে আ’লীগের দেশব্যাপী শান্তি সমাবেশ : হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামাত চক্র যেন কোনোভাবেই নাশকতা করতে না পারে সেই জন্যই আওয়ামী লীগ দেশব্যাপী শান্তি সমাবেশ করছে।
কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন কুষ্টিয়ার এমন কৃতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় হানিফ আরো বলেন, মানবাধিকার কর্মী আদিলুর মিথ্যাচার করেছেন, তা প্রমাণিতও হয়েছে। আদালতে তার শাস্তি হয়েছে। বিএনপির মির্জা ফখরুলরা অভ্যস্ত বলেই মিথ্যাচারের পক্ষ নিচ্ছেন। স্বাধীনতা বিরোধী কোন ব্যক্তির বিচার হলেই বিএনপির আঁতে ঘা লাগে বলে মন্তব্য করেন মাহবুবউল আলম হানিফ।























