প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার সিন্ডিকেট নিয়ে কঠোর মন্ত্রণালয় : বাণিজ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৩৭ বার পড়া হয়েছে
পেঁয়াজ, আলু, ডিমসহ তিন কৃষিপণ্যের দাম শক্তভাবে মনিটর করা হচ্ছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার সিন্ডিকেট নিয়ে কঠোর অবস্থানে রয়েছে মন্ত্রণালয়। তাছাড়া জনবলের ঘাটতি থাকা স্বত্ত্বেও ভোক্তা অধিকার বাজার মনিটরে কাজ করছে বলে জানান তিনি। সকালে রংপুরে দুই দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের কিছুটা ঘাটতি থাকতে পারে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সবাই মিলেই বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।