ভারতে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
- আপডেট সময় : ০১:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১২ বার পড়া হয়েছে
জি-টুয়েন্টি সম্মেলনের দ্বিতীয় দিনে নয়া দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতারা। পরে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকার পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী।
ফ্লাইটটি বিকেল সাড়ে ৩টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-টুয়েন্টি সম্মেলনে যোগ দিতে ৮ সেপ্টেম্বর দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিনই সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠকের আগে কৃষি গবেষণায় সহযোগিতা, সংস্কৃতি বিনিময়, বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপির লেনদেন সহজ করার বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হয়। ৯ সেপ্টেম্বর জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।















