বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনীদের শনাক্ত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনীদের শনাক্ত করা হয়েছে। এখন দেশে ফিরিয়ে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি একথা জানান। আর আইজিপি বলেছেন, দেশকে পেছনে ফেলতে যে কোনো ষড়যন্ত্র দৃঢ়ভাবে মোকাবিলা করতে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী। স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের পাশে থাকবে পুলিশ।
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তার সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন মূখ্য আলোচক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সচেষ্ট বলে জানান আইজিপি।
প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার আংশিক বিচার হলেও, পালিয়ে থাকা বাকি ঘাতকদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন বলে ও জানান আসাদুজ্জামান খান কামাল।