যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ২ কেজি ৯৪০ গ্রামের ৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৭৯৮ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ২ কেজি ৯৪০ গ্রামের ৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ সময় প্রাইভেটকারসহ তিন পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় বিজিবির বিশেষ টহলদল অবস্থান নেয়। এ সময় প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে বড় বড় চারটি স্বর্ণবার পাওয়া যায়। এ নিয়ে গত এক বছরে ১১২ কেজি স্বর্ণ আটক আটক করল বিজিবি-২১।





















