ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচার বন্ধের আহ্বান বিস্ময়কর ও হতাশাজনক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচার বন্ধের আহ্বান বিস্ময়কর ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। বিশ্বনেতাদের খোলা চিঠি নিয়ে সরকার বিচলিত নয় বলেও জানান শাহরিয়ার আলম।
রাজধানীর একটি অভিজাত হোটেলে কোরিয়া-বাংলাদেশ কুটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কোরিয়া-বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা: উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় এবং সুযোগ অনুসন্ধান শীর্ষক সেমিনারের আয়োজন করে দক্ষিণ কোরিয়া দূতাবাস।
অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দু’দেশের বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের পক্ষে শতাধিক নোবেল জয়ীসহ ১৭৫ জন বিশ্বনেতার খোলা চিঠির প্রতিক্রিয়া জানান তিনি। ডক্টর ইউনুসের বিচার আইন অনুযায়ী চলবে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, বিবৃতিদাতারা নিজেদের সুনামের প্রতি অবিচার করছেন।