আলোচনা করতেই বিএনপি ও জাতীয় পার্টির নেতারা দল বেঁধে সিঙ্গাপুর গেছেন : কাদের

- আপডেট সময় : ১০:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
আলোচনা করতেই বিএনপি ও জাতীয় পার্টির নেতারা দল বেঁধে সিঙ্গাপুর গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, খবর রয়েছে আন্দোলনে জনগণ না আসায়, সন্ত্রাসের পথে যাচ্ছে বিএনএপি। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে উন্নয়ন ও শান্তি সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ষড়যন্ত্র আর সন্ত্রাস করলে, বিএনপিকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি আবার ক্ষমতায় আসলে, গণতন্ত্র গিলে খাবে উল্লেখ করে তিনি বলেন, দেশে রক্তের বন্যা বইয়ে দিবে তারা।
বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সিঙ্গাপুর সফরের বিষয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে দলের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি আয়োজিত স্মরণে শ্রদ্ধায়-৭৫ শীর্ষক অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদত বলেন, জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার মতো বিএনপিও অভিন্ন শত্রু।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সংস্কৃতি কর্মীদের একসঙ্গে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।