রোহিঙ্গাদের ক্যাম্পগুলো মৌলবাদ ও জঙ্গিবাদের আস্তানা : তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৯:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
বর্তমান সরকার দেশে এতো উন্নয়ন করেছে যে, মানুষ এখন পান্তা খেতেও ভুলে গেছে। সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এ দাবি করে আরো বলেন, ভিক্ষুক থেকে সবাই বর্তমানে ইংরেজিতে পারদর্শী হচ্ছে। ধানমণ্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের শোক সভায় তিনি একথা বলেন। রাজধানীতে আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ক্যাম্পগুলো মৌলবাদ ও জঙ্গিবাদের আস্তানায় পরিণত হয়েছে।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে শোক সভার আয়োজন করে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি। শোক সভায় অংশ নিয়ে বিভিন্ন দেশের কূটনৈতিকরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী জানান, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলসভাবে কাজ করছেন।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করলে রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ হবে।
ক্ষমতায় থাকতে বিএনপি রোহিঙ্গা সংকট নিরসনে কোন পদক্ষেপ না নিয়ে, এখন নানান মন্তব্য করছে বলে অভিযোগ করেন ড. হাছান মাহমুদ।