চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২৫ জনের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৬৬১ বার পড়া হয়েছে
ভয়াবহ হচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। সংক্রমণ হার বৃদ্ধির সাথে সাথে বাড়ছে মৃত্যু হার। সরকারি হিসাবে চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২৫ জনের।
জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭৬ জনের। চলতি মাসের গেল ২০ দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ১৬২জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য অনুযায়ী, সারাদেশের ১৩০ হাসপাতালে ডেঙ্গু নিয়ে এখন ভর্তি আছেন ৭ হাজার ৫৮২ জন। সবশেষ প্রাণ যাওয়া ১০ জনের মধ্যে ৬ জনই মারা গেছেন রাজধানীর হাসপাতালে। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের ৯২ ভাগ সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন। আক্রান্ত ১০০ জনের মধ্যে ৮ জন ভর্তি থাকছেন হাসপাতালে।