বিএনপির কার্যালয়ে মধ্যরাতে ১৫ নেতাকর্মী আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১৮৮৩ বার পড়া হয়েছে
মধ্য রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে কার্যালয়ে আসেন মির্জা আব্বাস ও দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
কিছুক্ষণ অবস্থানের পর কার্যালয় থেকে বের হয়ে তারা জানান, এ পর্যন্ত ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত কার্যালয় থেকে যে বের হয়েছে, তাকেই গ্রেফতার করা হয়েছে। রাত পৌনে ১টার দিকে মির্জা আব্বাস বলেন, পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য অবস্থান করছে। এসময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা গ্রেফতার, নির্যাতন আতঙ্কে আছেন। এটা নতুন কিছু নয়।