পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ১৭০৭ বার পড়া হয়েছে
বৃষ্টির বিরতি চললেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যহত থাকায় সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যহত রয়েছে।
গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কাজিপুরের মেঘাইঘাট পয়েন্টে আরও ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫২ এবং সিরাজগঞ্জ শহররক্ষা বাধ পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ৩৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনায় পানি বৃদ্ধি অব্যহত থাকায় জেলার অভ্যান্তরীন ফুলজোর,করতোয়া,ইছামতী, হুরাসাগর সহ অন্যন্য নদীতেও পানি বৃদ্ধি পেয়ে দুই পাড়ের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
এদিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের ৫ উপজেলার তিস্তা চর অঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে চরের রাস্তাঘাট। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকায় প্লাবিত হচ্ছে। ঘরবাড়ি ও রাস্তাঘাটে পানিতে তলিয়ে গিয়ে দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। দেখা দিয়েছে ভয়াবহ বন্যা।