নির্বাচনকে কেন্দ্র করে দেশে আন্তর্জাতিক ষড়যন্ত্র আবারোও শুরু হয়েছে : আমির হোসেন আমু

- আপডেট সময় : ১০:৩৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ১৮০২ বার পড়া হয়েছে
নির্বাচনকে কেন্দ্র করে দেশ- আন্তর্জাতিক ষড়যন্ত্র আবারোও শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আমির হোসেন আমু। এদিকে, যুবলীগের এক অনুষ্ঠানে শেখ ফজলুল করিম সেলিম বলেন, আওয়ামী লীগের ভিতরে থাকা ৭৫ এর প্রেত্মাতারা এখনও সক্রিয় রয়েছে। রাজধানীর আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন সিনিয়র নেতারা।
শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে রাজধানীর বাংলা একাডেমীতে যুবলীগের অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম ।
টাকা দিয়ে আওয়ামী লীগের কমিটি গঠন না করার পরামর্শ দিয়ে শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রের সঙ্গে একাত্মতা জানানো প্রেত্মারারা দলে এখনো সক্রিয়।
এদিকে রাজধানীর জাদুঘরে শোকাবহ আগস্টের এক স্মরণ সভায় অংশ নেন দলের আরেক উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগের আন্দোলন চাপে পড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হয়।
সংবিধান অনুযায়ী দেশের নির্বাচন হবে বলে জানান আমির হোসেন আমু।