রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের দাবিতে সুজনের মানববন্ধন
- আপডেট সময় : ০৫:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ২০০০ বার পড়া হয়েছে
সকালে রাজশাহী মহানগরীর বিন্দুর মোড়ে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক’ সুজন। বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। কিন্তু বিরাজমান রাজনৈতিক বাস্তবতা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অনুকূল নয়। দুই বড় দলই তাদের দাবিতে অনড়। ফলে নির্বাচন যতো ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজপথ। বাড়ছে জনদুর্ভোগ। তাই সংলাপের মাধ্যমে সংকট নিরসনের দাবি জানিয়েছে সুজন।
সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে রাজনৈতিক সংকট নিরসনে মানববন্ধন করে সুজন চাঁদপুর জেলা কমিটি। কমিটির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রহিম বাদশা। এসময় দেশ-জাতির কল্যাণে সংঘাত এরিয়ে সব রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দেয়ার দাবি জানানো হয়।
একই দাবিতে মেহেরপুরে গাংনী প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন জেলা সুজন সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন, গাংনী উপজেলা সুজন সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আবু সাদাত সায়েম পল্টুসহ অনেকে।

















