আশুলিয়ায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১৮৭৯ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় বাস ও অটোরিকশায় ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখনো কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আরাফাত উদ্দিন ও নূর আলম মিঞা। পুলিশ জানায়, শনিবার আশুলিয়ার নিরিবিলি এলাকায় কয়েকটি বাসে ভাঙচুর ও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন আশুলিয়ার রসায়ন মোড় এলাকায় আরও একটি অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি ও বাসের চালক আরেকটি মামলা দায়ের করেন।