বিএনপি যে সন্ত্রাসী দল, তা আবারো প্রমাণিত হয়েছে: হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১৯৫১ বার পড়া হয়েছে
বিএনপি যে সন্ত্রাসী দল,তা জাতির সামনে আবারো প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। সকালে কুষ্টিয়ার বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি অবস্থান কর্মসূচির নামে ফের ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করেছে। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তা কঠোরভাবে দমন করবে আইন-শৃঙ্খলা বাহিনী। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানুল্লাহ আমান প্রসঙ্গে তিনি বলেন, দেশের জাতীয় পর্যায়ের নেতারা অসুস্থ হলে হাসপাতালে দেখতে যাওয়া সৌজন্যমূলক আচরণ। পরে কুষ্টিয়ায় কর্মরত ১৮ জন গণমাধ্যম কর্মীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।