বিএনপি’র একদফা নয়াপল্টনের কাদাপানিতে আটকে গেছে : কাদের

- আপডেট সময় : ০৮:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
বিএনপি’র একদফা নয়াপল্টনের কাদাপানিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, ভুয়া এক দফার বিরুদ্ধে। রাস্তা বন্ধ করতে আসলে বিএনপি’র চলার পথ বন্ধ করে দেয়া হবে বলেও হুশিয়ারি দেন ওবায়দুল কাদের।
‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে শুক্রবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমেরিকার কিছু কংগ্রেসম্যানকে টাকা দিয়ে চিঠি লেখাচ্ছে তারেক রহমান। লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে কিছু মানুষকে দিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে চিঠি লেখে। এই দুঃসাহস তারা পেল কোথায় বলেও প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। দেশি-বিদেশী যারাই চোখ রাঙাচ্ছে, কোনো লাভ হবে না।