জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতি রোধ করতে পারলেই যে কোন কাজে সাফল্য আসবে : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৯৭৮ বার পড়া হয়েছে
জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতি রোধ করতে পারলেই যে কোন কাজে সাফল্য আসবে বলেছেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত হয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-এপিএ স্বাক্ষর ও শুদ্ধাচারের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এপিএ বাস্তবায়নে সাফল্যে ও শুদ্ধাচারের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা পুরস্কৃত হন।
সরকার প্রধান বলেন, দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। দেশের জনগণ তার ফল পেতে শুরু করেছে বলেও জানান তিনি।
নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, অসহায়ের মতো অন্যের কাছে হাত না পেতে, স্বনির্ভরতা অর্জনে কাজ করছেন।
কাজের প্রতি আন্তরিকতা বাড়লেই দুর্নীতি থেকে দূরে থাকা সম্ভব বলেও জানান শেখ হাসিনা।