চট্টগ্রামে বিএনপির শ্রমিক সমাবেশ আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১৬৭২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে আজ বিএনপির শ্রমিক সমাবেশ। সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।
ব্যানার ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে পুরো কাজির দেউরী এলাকা। দুপুর ২টার এই সমাবেশে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। ‘শ্রমিক কর্মচারীদের ন্যায্যদাবি আদায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি বন্ধ ও অবৈধ সরকারের পদত্যাগ’ দাবিতে এই কর্মসূচি দিয়েছে শ্রমিক দল। নেতারা বলছেন, শান্তিপুর্ণ এ কর্মসুচিতে কাজ না হলে, হরতাল অবরোধের মতো কঠোর কর্মসুচি দিয়ে সরকারের পতন ঘটানো হবে।























