বিশ্বকাপজয়ী অ্যাঞ্জেল ডি মারিয়া যোগ দিয়েছেন পর্তুগাল ক্লাব বেনফিকায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৯৯৯ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া ফ্রি ট্রান্সফারে পর্তুগালের ক্লাব- বেনফিকায় যোগ দিয়েছেন।
দীর্ঘ এক যুগ পর নিজের সাবেক ক্লাবে ফিরলেন ৩৫ বছর বয়সী এই আর্জেন্টাইন। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রিমেরা লিগের এই জায়ান্ট ক্লাবে খেলেছিলেন তিনি। ইউরোপে এটাই ছিল তার প্রথম ক্লাব। আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রাল থেকে বেনফিকায় যোগ দিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বর্ণাঢ্য যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার। সেখান থেকে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজির হয়ে নিজেকে প্রজন্মের অন্যতম সেরার কাতারে নিয়ে গেছেন এই আর্জেন্টাইন। গতবছর পিএসজি থেকে সিরি-আ’র ক্লাব য়্যুভেন্তাসে ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছিলেন এল-ফিডেও নামে খ্যাত ডি মারিয়া।

















