ফটিকছড়িতে বিএনপি’র নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশী তল্লাশি ও নির্যাতনের অভিযোগ
- আপডেট সময় : ০৭:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার পর এখন দলটির নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশী তল্লাশি চালিয়ে হয়রানী ও নির্যাতন চালানোর অভিযোগ করেছে উত্তর জেলা বিএনপি।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উত্তর জেলা বিএনপি নেতারা। তারা জানান, সোমবার দুপুরে ফটিকছড়ির ভুজপুর এলাকার হোয়াকো বাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার আলমগীর। অনুষ্ঠান চলাকালে সেখানে হামলা চালিয়ে অন্তত ৩০ নেতাকর্মীকে আহত করার পাশাপাশি বেশকিছু গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। ঘটনার পর পুলিশ সরকারী দলের পক্ষ নিয়ে গত দু’দিন ধরে পুরো ফটিকছড়ি এলাকাজুড়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানী করছে বলে অভিযোগ করেন সারোয়ার আলমগীর।




















