শপথ নিলেন ৫ সিটির নবনির্বাচিত মেয়র-কাউন্সিলর

- আপডেট সময় : ০১:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
গাজীপুরসহ পাঁচ সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের জনগণের সেবক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণের সময় এ নির্দেশনা দেন তিনি। লুটপাট, জঙ্গীবাদ ও দু:শাসন ছাড়া বিএনপি জামায়াত জোট, জনগণকে কিছুই দিতে পারেনি, এই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে জনগণকে উন্নত জীবন উপহার দেয়াই সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে গাজীপুর, খুলনা ও বরিশাল সিটির নবনির্বাচিত তিন মেয়রকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেয়রদের পর তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
দিক নির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
জনগনের সেবক হয়ে কাজ করতে জন প্রতিনিধিদের নির্দেশ দেন সরকার প্রধান।
বিগত সময়ে বিএনপি জামাত জোটের দু:শাসনের কথা স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা।
জনগনের জীবন মানে উন্নয়নে সরকারে দৃঢ় অবস্থান তুলে ধরেন তিনি।
ন্ত্রী।কাঁচার মরিচের দামের উর্ধ্বগতি প্রসঙ্গে ছাদ বাগানসহ নিজ প্রয়োজনে উৎপাদনে মনোযোগী হবার পরামর্শ দেন তিনি।
সরকার তার করনীয় করছে ও করবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই।