জমজমাট বগুড়ার ফলের বাজার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ১৯২৪ বার পড়া হয়েছে
ফলের ভরা মৌসুমে জমজমাট বগুড়ার ফলের বাজার। পুরো বাজার এখন দেশীয় ফলের দখলে। ফলের সরবরাহ প্রচুর। দামও ক্রেতাদের নাগালের মধ্যে।
দেশীয় ফল আম, জাম, লিচু,আনারস, পেয়ারা, লটকনে ভরপুর বগুড়ার বাজার। শহরের রেল স্টেশন এলাকায় প্রতিদিন ভোর থেকে বসছে ফলের পাইকারী বাজার। হাজার হাজার ক্রেতা বিক্রেতার পদচরণে মুখর থাকে বাজার।
এবার বাজারে আমের সরবরাহ সবচেয়ে বেশি। দামও কয়েক বছরের মধ্যে কম। ল্যাংড়া, খিরসাপাতি নাগ ফজলি, হাড়িভাঙ্গাসহ বিভিন্ন জাতের আম পাইকারি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ টাকা কেজিতে।
প্রতিদিন কোটি টাকারও বেশি লেনদেন হচ্ছে জানালেন, ফল ব্যবসায়ী নেতা। দেশী ফলের কদর দিন দিন বাড়ছে।