সরকারের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে : রিজভী
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
 - / ১৭৩৩ বার পড়া হয়েছে
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীনদের বাজার সিন্ডিকেটের কারণে খাদ্যপণ্যের দাম যেভাবে হু হু করে বেড়েছে, তাতে মধ্য ও স্বল্প আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকারের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে জানিয়ে তিনি বলেন, এবার আর যেনতেন নির্বাচন করতে দেয়া হবে না।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, সব শ্রেণী-পেশার মানুষ জেগে উঠছে। জনগণ নিপীড়কদের প্রতিহত করতে শুরু করেছে। দেশের মানুষ আজ অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। বর্তমান সরকারের দুঃশাসনে বিশ্ববিবেকও জাগ্রত হয়েছে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বন্দি রাখা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। তিনি দলের গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
																			
																		














