রাজশাহীর মেয়রের এখন কর্মসংস্থানের প্রতিশ্রুতি রক্ষাই বড় চ্যালেঞ্জ

- আপডেট সময় : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৮৯৬ বার পড়া হয়েছে
কর্মসংস্থানের প্রতিশ্রুতি রক্ষাই এএইচএম খায়রুজ্জামান লিটনের সামনে বড় চ্যালেঞ্জ। রাজশাহী সিটি নির্বাচনে মেয়রপদে বিজয়ী হয়ে নিজেই সেকথা স্বীকার করেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, সাহসী হয়ে এগিয়ে গেলে পেছনে ফিরতে হবে না লিটনকে।
সামনে তেমন কোন শক্ত প্রার্থী না থাকায় রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের জয়ী হওয়া নিশ্চিতই ছিল।
নির্বাচনের দিন সন্ধার পর থেকেই লিটনের রাজনৈতিক কার্যালয়ে ভীড় জমাতে থাকেন নেতাকর্মীরা। প্রত্যাশিত বিজয়ের খবর আসার সঙ্গে সঙ্গে অভিনন্দনের জোয়ারে ভাসতে থাকেন লিটন। হৈ –হুল্লোড় আর নাচগানে মেতে ওঠে কর্মী-সমর্থরা।
নগরবাসী মনে করেন, কর্মসংস্থানের প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগী হবেন মেয়র লিটন।
রাতে বিজয়ের খবর নিয়েই সকালে নগরীর কাদিরগঞ্জে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে দলীয় কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এসময় লিটন বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়েই ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চান।
তবে সরকারী উদ্যোগের পাশাপাশি স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও প্রতিষ্ঠান গড়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা।
বুধবার অনুষ্ঠিত সিটি নির্বাচনে ভোট পড়েছে ৫৬ দশমিক ২০শতাংশ।
জিয়াউল গনি সেলিম/এসএটিভি/রাজশাহী।