ঈদের পর রোডমার্চ কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের
																
								
							
                                - আপডেট সময় : ০৮:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
 - / ২১৩০ বার পড়া হয়েছে
 
ঈদের পর ১৯ থেকে ২১ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। সরকার পতন আন্দোলনের অংশ হিসেবে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘোষণা দেয় গণতন্ত্র জোট।
এসময় লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ সংকট সমাধান, খাদ্যপণ্যের দাম কমিয়ে মানুষের জীবন বাঁচানোর দাবিতে গণতন্ত্র মঞ্চের কর্মীদের মিছিল প্রেসক্লাব থেকে জিরো পয়েন্ট মোড়ের আব্দুল গনি রোডের সামনে পৌঁছালে পুলিশ বেরিকেড দিয়ে বাঁধা দেয়।
এ সময় নেতাকর্মীরা পুলিশের বেরিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে তারা জিরো পয়েন্ট মোড়ে সমাবেশ শুরু করেন। গণতন্ত্র সংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি জানান, সরকার রাষ্ট্রীয় প্রশাসন ব্যবহার করে তাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করছে। যত বাধাই দেয়া হোক জনগনকে সাথে নিয়ে এ সরকারকে পতনে বাধ্য করা হবে।
																			
																		














