মুন্সিগঞ্জে ১৬টি গাঁজা গাছ ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৮৭৯ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৬টি গাঁজা গাছ ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় জোসনা বেগম ও রবিন নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জোসনা বেগম উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেন্টু মেম্বারের দ্বিতীয় স্ত্রী।
গতকাল বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে সেন্টু মেম্বারের বাড়ি সংলগ্ন ক্ষেতে অভিযান চালিয়ে এসব গাঁজা গাছ জব্দ করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সেন্টু তার বাড়ির পাশে ক্ষেতের ফসলের আড়ালে গাঁজা গাছের চাষ করছিলেন।
গাঁজা সেবন করতে তার বাড়িতে লোকজনের ভিড় জমেই থাকত। এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক জানান, সেন্টু মেম্বারের বাড়ির পাশ থেকে গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। এসময় সেন্টুকে বাড়িতে পাওয়া যায়নি।