ঢাকা টেস্টে জয়ের পথে বাংলাদেশ

- আপডেট সময় : ০৮:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টে জয়ের পথে বাংলাদেশ। জয়ের জন্য আফগানিস্তানকে ৬৬২ রানের বিশাল টার্গেট দিয়েছে টাইগাররা। তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৪৫ রান। এর আগে ৪ উইকেটে ৪২৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসেই বড় লিড পেয়েছিল বাংলাদেশ। তাই স্বাভাবিক ভাবেই বড় লক্ষ্য অপেক্ষা করছিল আফগানদের জন্য। তবে শান্ত-মুমিনুলের সেঞ্চুরিতে সেটা রীতিমতো হয়ে দাড়িয়েছে রানের পাহাড়।
১ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ। আর দিনের শুরু থেকেই শান্ত , জাকিরের দুর্দান্ত ব্যাটিংয়ে পাত্তাই পাইনি আফগান বোলাররা। দুর্দান্ত খেলতে থাকা দুই ব্যাটার বিপদ ডেকে আনলেন দৌড়ে ৩ রান নিতে গিয়ে। ৭১ রান করে জাকির সাজঘরে ফেরায় দিনের প্রথম সাফল্য পায় আফগানিস্তান।
জাকির ফিরলেও থামেনি শান্তর ব্যাট। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতক তুলে নেন এই টাইগার ব্যাটার।
লাঞ্চ ব্রেকের পর সাদা-মাটা এক ক্যাচে থামে শান্তর দুর্দান্ত ইনিংস। তিন বল পরেই মুশফিককে সাঝঘরে ফেরান জহির খান। ৩ বলে ৮ রান করে লেগ স্লিপের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন এই টাইগার ব্যাটার।
এরপর লিটনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুমিনুল হক। দুর্দান্ত ব্যাটিংয়ে লম্বা সময় ধরে বড় ইনিংস না খেলতে পারার আক্ষেপ ঘুচিয়েছেন মমিনুল। ২৭ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেল সাবেক এই টেস্ট অধিনায়ক। আর বাংলাদেশ ৪ উইকেটে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করলে আফগানদের সামনে টার্গেট দাঁড়ায় ৬৬২ রানের।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আফগানিস্তান। শরিফুল ইসলামের বলে এলবিডাব্লিও এর শিকার হন ইব্রাহীম জাদরান। এরপর ৫ রানে ফেরেন আরেক ওপেনার আবুল মালিক। আর দিন শেষে সফরকারীদের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৪৫ রান।