খুলনা ও বরিশাল সিটি নির্বাচন পর্যবেক্ষণ করছে কমিশন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
এদিকে, ইভিএমে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ভবনে বসে পর্যবেক্ষণ করছে কমিশন।
দুটি সিটি কর্পোরেশনে ভোটগ্রহণের কিছু সময় পরই নির্বাচন কমিশনাররা আগারগাঁওয়ে কমিশন ভবনে স্থাপিত মনিটরিং সেলে বসে ভোটগ্রহণ দেখছেন। সঙ্গে অন্যান্য কর্মকর্তারাও আছেন। এর ফাঁকে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানিয়েছেন, দুই সিটিতে কারো পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। অভিযোগ এলে সুষ্ঠু তদন্ত হবে বলেও জানিয়েছেন।