সকাল ৮ টায় শুরু হয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৪টায়

- আপডেট সময় : ০১:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
সকাল ৮ টায় শুরু হয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। ইভিএমে ভোট দিয়ে আনন্দিত নগরের নতুন ভোটাররা। নিজেদের ভোট দিয়ে মেয়র প্রার্থীরা নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্তা করেন। তবে সবারই প্রত্যাশা নির্বাচন যাতে সুষ্ঠু হয়। ভোটের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে ইলেকশন কমিশন । নগরীর ৩১ টি ওয়ার্ডের ১ হাজার ৭শ ৩২ কক্ষে ইভিএমে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিলেও যান্ত্রিক ত্রুটি হয় বেশিরভাগ কেন্দ্রের অধিকাংশ কক্ষে। ফলে ভোট গ্রহণে দেরি হয় বলে জানায় ভোটাররা। এছাড়া, কেন্দ্রের বাইরে লোকসমাগম বেশি দেখা গেলেও, কেন্দ্রের ভেতরে ভোটারদের উপস্থিতি ছিলো অনেক কম।
বেলা সাড়ে ১০ টায় সোনাডাঙা কলেজিয়েট স্কুলে ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু। ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সকাল ৯ টার দিকে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
সাড়ে ৯টায় ২৩ নং ওয়ার্ডের পাইনিয়ার বালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, অতীতের মতোই এবারও জনগণের রায় মেনে নেবেন বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
মতিয়াখালী হাজি মালেক কলেজে ভোট দেন জাকের পার্টির মেয়র প্রার্থী এস এম সাব্বির হেসেন। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী। তবে, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে জানান তিনি।
খুলনা সিটি কর্পোরেশনে নির্বাচনে দলীয় প্রতিক নিয়ে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী একজন।কেসিসি নির্বাচনে আইনশৃংখলা বাহিনীর প্রায় ৮ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।