পায়রার পর এবার কয়লা সংকটে বাঁশখালীর এসএস পাওয়ার প্লান্টের বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে গেছে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
 - / ১৬৮৬ বার পড়া হয়েছে
 
পায়রার পর এবার কয়লা সংকটে বাঁশখালীর এসএস পাওয়ার প্লান্টের বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে গেছে।
গতরাত পৌনে ১১টায় আনুষ্ঠানিকভাবে উৎপাদন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পিডিবি জানায়, দৈনিক ১৩শ’ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এস আলম গ্রুপের মালিকানাধীন এই বিদ্যুৎ কেন্দ্রটি এখনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। কিন্তু পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঘাটতি মেটাতে এই কেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি সম্প্রতি চালু করা হয়। যা থেকে দৈনিক ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতো জাতীয় গ্রীডে।
কিন্তু উৎপাদন শুরুর তিন দিনের মাথায় কয়লা সংকটে বন্ধ হয়ে গেল নতুন এই বিদ্যুৎকেন্দ্র। ১৪ জুন কয়লার চালান আসার কথা। চালানটি এলে বিদ্যুৎকেন্দ্র ফের উৎপাদনে যাবে বলে জানিয়েছে পিডিবি।
																			
																		














