প্রস্তাবিত বাজেট আ’লীগের ধারাবাহিক দুর্নীতি রক্ষার ঘোষণাপত্র : ফখরুল

- আপডেট সময় : ০৭:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
২০২৩-২৪ সালের বাজেট আওয়ামী সরকারের অর্থনৈতিক দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার এক বার্ষিক ঘোষণাপত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। প্রস্তাবিত বাজেট গণবিরোধী ও স্মার্ট লুটপাটের জন্য বলেও মন্তব্য করেন তিনি। মূল্যস্ফীতি কমানোর দিকনির্দেশনা না থাকায়, এবারের বাজেট গরীব মারার বাজেট বলেও দাবি করেন মির্জা ফখরুল।
২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিয়ে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধি মূল্যস্ফীতি ও বিনিয়োগসহ সামষ্টিক অর্থনীতির যে প্রক্ষেপণ করা হয়েছে, তা অর্জনযোগ্য নয়।
মূল্যস্ফীতি, সামাজিক নিরাপত্তা, জ্বালানি, শিক্ষা, কৃষিসহ না নানা বিষয়ের সমালোচনা করে তিনি বলেন, বাজেট গণবিরোধী। স্মার্ট লুটপাট করতই এই বাজেট। চলমান রাজনৈতিক সংকট সমাধানে সরকারের কোন স্বদিচ্ছা নেই, যার প্রমান– সরকারী দলের নেতাদের সমন্বয়হীন আবোল তাবোল বক্তব্য বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।