প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন এরদোয়ান

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
তুরস্কের ঐতিহাসিক রান অফ নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন রিসেপ তাইয়িপ এরদোয়ান। সেই সঙ্গে তার দুই দশকের শাসনের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ল। শনিবার স্থানীয় সময় দুপুর ৩টায় গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের ৭৮টি দেশের প্রতিনিধি। এর মধ্যে ২১ দেশের রাষ্ট্রপ্রধান ও ১৩ দেশের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য, আইনপ্রণেতারা ছিলেন।