অংশগ্রহণমূলক ছাড়া কোনো নির্বাচন সংবিধানেই গ্রহণযোগ্য হবে না : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
অংশগ্রহণমূলক ছাড়া কোনো নির্বাচন সংবিধানেই গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন কখনো অবাধ-সুষ্ঠু হতে পারে না, এটা প্রমাণিত। তাই সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। ফখরুল আরও বলেন, সারা বিশ্ব স্বীকার করে নিয়েছে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার জায়গা নেই। কারণ, ভিন্নমত সহ্যের মানসিকতা নেই শাসকদের। মুক্ত সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করছে কতৃত্ববাদী শাষক। রাজনৈতিক আন্দোলনে সাংবাদিকদের আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।
























