খুলনা সিটি নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
খুলনা সিটি নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা, ভোটারদের মন যোগাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
সকাল থেকেই প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন জনসংযোগ। ভোটারদের মধ্যে বিরাজ করছে নির্বাচনী উৎসব। তাদের প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নগরপিতা নির্বাচিত হবেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সকাল বাংলাদেশ ব্যাংক এলাকায় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধু, রুপসা ট্রফিক মোড় ও ঘাট এলাকায় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খুলনা প্রেস ক্লাবে তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করে।