নারায়ণগঞ্জে অভিযানে এক ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ একটি ডায়াগণেস্টিক সেন্টার অভিযান চালিয়ে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করে এক বছরের সাজা দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে গোয়েন্দা সূত্রে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম। এ সময় ডায়াগণেস্টিক সেন্টারের কনসালটেন্ট সনলোজিস্ট ডাক্তার মোস্তফা মিজানুর রহমানকে আটক করে। পরে তার কাগজপত্র চ্যালেঞ্জ করলে এমবিবিএস এর কাগজপত্র দেখা পারেনি। পরে আইন অনুযায়ী এক বছরের বিনাশ্রম সাজা দেয় এবং ডায়াগণেস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট।