খুলনায় ১৩শ’ বিএনপি নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১৪
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
খুলনায় বিএনপি’র সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৩শ’ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে খুলনা সদর থানা পুলিশ।
গেলরাতে খুলনা সদর থানার এসআই খালিদউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার বিকেলে সমাবেশ ও মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ৩ জন গুলিবিদ্ধসহ আহত হন ২০ জন। খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, পুলিশের ওপর হামলার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
























