জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচন

- আপডেট সময় : ০৫:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচন।আট মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগে নির্ঘুম সময় পার করছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। পাল্টাপাল্টি অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধ। বিরোধী মেয়র প্রার্থীরা বলছেন, নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। আর ভোটাররা বলছেন, নগর উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণারও বৃদ্ধি পাচ্ছে। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে প্রতিদিন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিলিয়ে যাচ্ছেন লিফলেট।
আওয়ামী লীগ মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে গণসংযোগ করেন। শিল্প অধ্যুষিত ওই এলাকায় শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
সট: আজমত উল্লা খান আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী।
জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজউদ্দিন গাজীপুর জজ কোট এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, ভোটের মাঠে যাই হোক, নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের।
টঙ্গীর এরশাদ নগরে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম। নির্বাচন কমিশন ভোট কতটা সুষ্ঠু করতে পারবে, সে বিষয়ে সংশয় প্রকাশ করে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন বলে জানান তিনি।
কাউন্সিলর প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করে বলছেন, নির্বাচনী প্রচারণায় বাঁধা দিচ্ছে প্রতিপক্ষ।
সিটি কর্পোরেশনের উন্নয়নের স্বার্থে পছন্দের প্রার্থীকেই বিজয়ী করার কথা জানান ভোটাররা।
ভক্সপপ: ভোটার