কালিয়াকৈরের মৌচাকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১৭৪৮ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দুই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা একে রহস্যজনক মৃত্যু বলছেন। এলাকাবাসী জানান, দু’জনই কালিয়াকৈরের মৌচাক আইস মার্কেট এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সেই সাথে স্থানীয় সিলভিয়া অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পুলিশ জানায়, গতকাল কারখানা ছুটিশেষে বিকেল ৫টার দিকে বাসায় ফেরে রিয়াদ হোসেন। পরে পরিবারের কাছে ডাক্তার দেখানোর কথা বলে, বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। এদিকে সকালে স্থানীয়রা একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।



























