বরিশাল সিটি নির্বাচনের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের মনোনয়নপত্র জমা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
 - / ২১৫১ বার পড়া হয়েছে
 
বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
দুপুরে খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনা কমিটির ৫ সদস্যের একটি প্রতিনিধি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির। এদিকে, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দুই প্রার্থী ও স্বতন্ত্রসহ ৯ জন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৮৮ জন। ১৬ মে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।১৮ মে বাছাই। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৬ মে প্রতীক বরাদ্দ। ১২ জুন ভোট।
																			
																		














