সিলেটের ভোলাগঞ্জে বর্ডার হাট উদ্বোধন

- আপডেট সময় : ০৬:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
সিলেটের ভোলাগঞ্জে জেলার প্রথম বর্ডার হাট উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ। এ সময় সহকারী ভারতীয় হাই কমিশনার নীরাজ কুমার জয়সওয়ালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরপরই দু’দেশের ব্যবসায়ীরা পণ্যসামগ্রী নিয়ে জিরো পয়েন্টে অবস্থান নেন। দু’দেশের মুদ্রায় হচ্ছে কেনাবেচা। হাট চালু হওয়ার খুশি বাংলাদেশি ব্যবসায়ীরা। স্থানীয় প্রশাসন জানায়, ভারতের মেঘালয়ের ইস্ট খাসি হিলস ও কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে অবস্থিত এই বর্ডার হাট প্রতি সপ্তাহে শনি ও বুধবার ২ দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এখানে ভারতের ২৬টি ও বাংলাদেশের ২৪টি স্টল থাকবে। হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন। এই হাটের মাধ্যমে স্থানীয় অর্থনীতি উন্নয়নসহ দুই দেশের সম্পর্ক বৃদ্ধির আশা প্রকাশ করেন স্থানীয়রা