প্রধানমন্ত্রীর সফরে এত অর্জনে বিএনপি নেতাদের অর্ন্তজ্বালা ধরেছে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৪:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ২০৪৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বিদেশ সফর দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এতো সাফল্যে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপি নেতাদের অন্তর্জ্বালা ধরেছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের যৌথসভায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির অবৈধ মহাসচিব বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সিটি নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও ঘোমটা পরে বিএনপি অংশ নেবে বলে জানান ওবায়দুল কাদের।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলী ও ঢাকা মহানগর নেতাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বলেন, প্রধানমন্ত্রীর বিশ্ব সফরে এতো সফলতার পরও, শুন্য হাতে ফিরবেন বলে বিএনপি নেতাদের বক্তব্য–অর্ন্তজালা ছাড়া কিছুই নয়।
বিএনপি ক্ষমতায় থাকতে শুধু ধ্বংস, দুর্নীতি, লুটপাটের রাজনীতি করার কারণে তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। তারা এখন চক্রান্তের রুপরেখা তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবৈধ মহাসচিব এবং বিএনপিকে অবৈধ দল বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সিটি করপোরেশনের মতো জাতীয় নির্বাচনেও ঘোমটা পড়ে বিএনপি অংশ নিবে বলে জানান ওবায়দুল কাদের।