সিরাজগঞ্জে যমুনা নদী থেকে সাবেক ইউপি সদস্য ও তার ছেলের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৫:৫৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে সাবেক এক ইউপি সদস্য ও তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার দুর্গম চরাঞ্চল চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদী থেকে রিপন তালুকদারের ও আজ সকাল ৭টায় একই স্থান থেকে ছেলে আশিক বাবুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ইউপি সদস্য রিপন তালুকদার তার ছেলে আশিক বাবুকে নিয়ে শ্বশুরবাড়ি নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা গ্রামে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। পরে সোমবার সন্ধ্যার আগে দুর্গম অঞ্চলের বারজান এলাকায় যমুনা নদীতে রিপন তালুকদারের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সকাল ৭টায় নিহতের স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় নিশ্চিন্তপুর ইউনিয়নের দুর্গম অঞ্চলের যমুনা নদী থেকে নিখোঁজ আশিক বাবু মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, মুন্সীগঞ্জের সিরাজদীখানের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু রিমনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল।